কারকনিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে বালুর স্তুপের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার সারপলশিয়া বালুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে মৃতের পরিচয় পাওয়া যায়নি।
নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক জানান, (২২ জানুয়ারি) সকালে সারপলশিয়া বালুর ঘাটে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এসময় বালুর স্তুপ ধসে পড়লে এক শ্রমিক সেখানে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, পুলিশকে জানানো হয়েছে। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post