কারকনিউজ ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে ‘স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উদ্ভাবিত প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ) সকালে বাসাইল উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মো. আজিজুল হক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাছান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল প্রমুখ।
অনুষ্ঠান শেষ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৫টি প্রতিষ্ঠান তাদের ষ্টলে স্থানীয় ভাবে তাদের উদ্ভাবিত প্রযুক্তির বিভিন্ন আইটেম প্রদর্শর্নীতে উপস্থাপন করেন।
Discussion about this post