কারকনিউজ ডেস্ক: টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের উত্তর পাড়া অরুণ সংসদ মাঠে নুরুল ইসলাম খান ননি স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) বিকেলে হাবলা উত্তর পাড়া অরুণ সংসদ আয়োজিত ভলিবল টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ জোয়াহেরুল ইসলাম।
ফাইনাল খেলার উদ্বোধ:ন করেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী অর্থ সচিব মোহাম্মদ আমীন শরীফ সুপন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এ্যাসনস গ্রুপের চেয়ারম্যান মোঃ লতিফুর রহমান লিটন, বাসাইল আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান গাউস, সাধারণ সম্পাদক মীর্জা রাজিক, হাবলা ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাঃ মোঃ আব্দুর রহমান খান।
খেলায় মির্জাপুর চুকুরিয়া আজাদ সমাজ কল্যাণ সমিতি ১০০-৮৭ পয়েন্টে পরাজিত করে নাগরপুরের বারাপুষা জারা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়ে একলাখ বিশ হাজার টাকা পুরষ্কার পান। রানার্সআপ দল পেয়েছেন ৭০ হাজার টাকা। খেলায় সার্বিক সহযোগিতা করেন হাবলা অরুণ সংসদ ক্লাবের সভাপতি মোঃ পাপন রহমান ও সাধারণ সম্পাদক মোঃ লিটন হোসেন খান। এতে বাংলাদেশ জাতীয় ভলিবল দলের অধিনায়ক হরশিত বিশ্বাসসহ তারকা খেলোয়াড়রা অংশ গ্রহণ করে।
এই টুনামেন্টে মোট ৮টি দল অংশগ্রহন করে।
ফাইনাল খেলা দেখতে প্রায় হাজার দর্শক উপস্থিত ছিল।
Discussion about this post