বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পেয়েছেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। এবার এই অভিনেত্রীকে বলিউডের সিনেমায় দেখা যাবে।
‘করক সিং’ নামের এই সিনেমা নির্মাণ করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়ার সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে। সিনেমাটির ব্যবস্থপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ‘আনন্দবাজার পত্রিকা’।
সিনেমাটিতে জয়া-পঙ্কজ ত্রিপাঠী ছাড়াও অভিনয় করবেন ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি। এছাড়া পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে এই সিনেমায়।
‘করক সিং’ মূলত আর্থিক কেলেঙ্কারির একটি ঘটনা নিয়ে নির্মিত হবে। কলকাতা ও মুম্বাইতে এর দৃশ্যধারণ করা হবে। এই সিনেমাতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনয় করার কথা ছিল বলে জানা গেছে।
Discussion about this post