স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের ফুলপুর নিমতলা স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২০ জুন) ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের নিমতলা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা নিমতলা মাঠে বিকাল ৫ টায় খেলা শুরু হয়।
দুর্দান্ত তিলাটিয়া প্রথমার্ধে ২০ মিনিটে মুসলিম স্পোর্টিং ক্লাবের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ০-০ গোলে চ্যাম্পিয়নশিপে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা ও শ্বাসরুদ্ধকর অবস্থায় রেখে বিরতিতে যায় তারা।
ফাইনালে দুর্দান্ত তিলাটিয়া এবং মুসলিম স্পোর্টিং ক্লাব এর মধ্যেকার খেলায় ১ গোলে জয় লাভ করে দুর্দান্ত তিলাটিয়া।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ম্যাজিস্ট্রেট) সোলায়মান কবির সোহেল।
টুর্নামেন্ট পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিলেন জাহারুল ইসলাম, সজীব হোসেন, আব্দুল হান্নান,সোহেল রানা, আরাফাত সরকার, কামাল হোসেন, শরীফ হোসেন, হুমায়ুন কবির নোবেলসহ অন্যান্যরা।
Discussion about this post