টাঙ্গাইলে নাগরপুরে মানবপাচারকারী চক্রেরমূল হোতামো রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
গত সোমবার বিকেলে উপজেলার ঘিওরকোল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত- উপজেলার ঘিওরকোল এলাকার মৃত হাতেম আলীর ছেলে রফিকুল ইসলাম (৬২)।
র্যাব-১৪, অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত বছরের মে মাসে আসামী সৌদি আরবে থাকা তার পুত্র লালন মিয়ার সহায়তায় আরমান আলীর পুত্র ইব্রাহিমকে সৌদি আরবে ভালো ভিসায় ভালো বেতনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সরকারী স্ট্যাম্পে লিখিত চুক্তিনামা করে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করে।
পরবর্তীতে ইব্রাহিমকে সৌদি আরবে প্রেরণ করলোও তাকে কাজ না দিয়ে সেখানে আটক রেখে অত্যাচার ও মারধোর করে আরও টাকা দাবি করে অন্যথায় তাকে দেশে ফেরত পাঠানোর হুমকি প্রদান করে। গ্রেফতারকৃত আসামীকে নাগরপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Discussion about this post