কারকনিউজ ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ীতে বিনিময় পরিবহনের বাসের চাপায় আব্দুল আজিজ (৫৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজের বাড়ি মধুপুর উপজেলার আনালিয়াবাড়ি গ্রামে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, সন্ধ্যায় ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাস বাঘিল এলাকায় ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক আব্দুল আজিজ নিহত হন। এসময় স্থানীয় লোকজন বাসটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে যান।
Discussion about this post