ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা: লাশের গোসল করাতে যাওয়ার সময় পথিমধ্যে নিজেই ট্রাক চাপায় লাশ হলেন ৮০ বছরের বৃদ্ধ আব্দুল আজিজ। শনিবার ১০ ডিসেম্বর সকালে টাঙ্গাইলের ধনবাড়ীতে এই দুঘটনা ঘটেছে।
ধনবাড়ী থানার আফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন জানান, কয়াপাড়া এলাকার আব্দুল আজিজ নামের ৮০ বছরের এক বৃদ্ধ ভোরে ফজর নামাজ শেষে পাশের বাড়ীতে এক মরদেহের গোসল করাতে যাওয়ার জন্য বাড়ীতে যাচ্ছিলেন গায়ের কাপড় পরিবর্তন করার জন্য। এমন ভাবনায় বাড়ী ফেরার পথে ধনবাড়ী কয়াপড়া মসজিদ ও থানার প্রধান ফটকের সামনে জামালপুর গামী একটি আলু বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। আলু বোঝাই ট্রাকটি ঢাকার দিক থেকে জামালপুরের দিক যাচ্ছিলো। এসময় ট্রাকটি রাস্তার এক পাশ থেকে অন্য পাশে চলে এসে লোকটিকে চাপা দিয়ে পাশের নিচু খাদে পড়ে যায়। এসময় ড্রাইভার পালিয়ে যায়। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য আইনি প্রক্রিয়া চলছে। তবে ড্রাইভারের অসচেতনার কারণেই এ দূর্ঘটনা ঘটেছে বলেও তিনি জানান।
Discussion about this post