কারকনিউজ ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ারে শাকিল মিয়া (১৪) নামের এক অষ্টম শ্রেনির শিক্ষার্থীর মাথা বিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ২১ নভেম্বর সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাকিল মিয়া উপজেলার বাড়পাখিয়া গ্রামের বুদ্দু মিয়ার ছেলে।
দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধা বলেন, শাকিল মিয়া অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনি মাঝে মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। রোববার ২০ নভেম্বর রাতে লিটন নামে একজনের অটোরিকশা নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। পরে সোমবার সকালে স্থানীয়রা দেলোয়ার কলেজের পেছনে শাকিলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা শাকিলকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।
Discussion about this post