কারকনিউজ ডেস্ক: টাঙ্গাইলে পুলিশ লাইন্স ফুটবল চ্যাম্পিয়নশীপ (পিএলএফসি) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় উত্তপ্ত ২০ দল ২-০ গোলে বরেন্য ১৪ দলকে হারিয়েছে চ্যাম্পিয়ন হয়।
১২ জুলাই মঙ্গলবার বিকেলে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী এসোসিয়েশনের আয়োজনে টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠ প্রাঙ্গনে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের।
পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র/ছাত্রী এসোসিয়েশনের আহ্বায়ক নাহিদ হাসান ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মাসুদ জানায়, পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশ গ্রহনের মধ্য দিয়ে আজকের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় মোট ১৫ টি দল অংশগ্রহণ করে। খেলায় অংশ গ্রহণকারী দল গুলো হলো- শিকড় ০৮, ১০ এ ১০, আমরা ১১ বন্ধুত্বই শক্তি, বিষ্ময়কর ১২, তারুন্য ১৩, বরেন্য ১৪, অপতিরোধ্য ১৫, বিজয়ী ১৬, স্বরবর্ণ ১৭, উজ্জীবিত ১৮, অগ্নিবীনা ১৯, উত্তপ্ত ২০, প্রাঙ্গন ২১, দুর্গম ২২ ও তেজসী ২৩ দল।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং খেলা পরিচালনাকারীদের মাঝে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
Discussion about this post