কারকনিউজ ডেস্ক: টাঙ্গাইলে পুলিশ সুপার আন্তঃ উপজেলা কাবাডি টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পুলিশ প্রশাসনের বাস্তবায়নে ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আউটার স্টেডিয়ামে এই খেলার আয়োজন করা হয়।
উদ্বোধনী খেলায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা দল ও মির্জাপুর উপজেলা দল অংশ গ্রহণ করে।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ওলিউজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ক্রীড়া অফিসার আল আমিন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু।
এই টুর্নামেন্টে জেলার ১২টি উপজেলা কাবাডি দল অংশ গ্রহণ করবে।
Discussion about this post