কারকনিউজ ডেস্ক: পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) টাঙ্গাইলের পক্ষ থেকে শীতবস্ত্র উপহার পেলেন টাঙ্গাইলে বেদে পল্লী দুস্থ ও অসহায় এক শতাধিক শীতার্ত।
রোববার বেলা ১১ টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী নদীর পাড়ে বেদে পল্লী ও জোগারচর বেদে পল্লীতে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পুনাকের সভানেত্রী আয়েশা আক্তার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সহকারী পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ,কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান, গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, ইউপি সদস্য নুরুল ইসলাম প্রমূখ।
Discussion about this post