স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল কুমুদিনী সরকারি কলেজের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রীর অনুদানকৃত একটি কলেজ বাস দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবনের সামনে কলেজ বাসের উদ্বোধন করেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
এই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক প্রাপ্ত নতুন ১টি কলেজ বাস দেয়ায় সকল শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন কুমুদিনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মান্নান, কলেজের উপাধক্ষ প্রফেসর আলীম আল রাজি প্রমুখ।
এতে সকল শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
Discussion about this post