দিনাজপুর প্রতিনিধি॥
দিনাজপুরে চাইল্ড হ্যাভেন মডেল স্কুল এন্ড কলেজের নবীন বরণ এবং ৯ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
গতকাল বুধবার সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের মোস্তান বাজার এলাকার চাইল্ড হ্যাভেন মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এই অনুষ্ঠান উৎযাপিত হয়। অনুষ্ঠান উপলক্ষ্যে বিদ্যালয় মাঠে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মমিনুল ইসলাম। এসময় তিনি বিদ্যালয়ের নতুন ভবনের সামনে বৃক্ষ রোপন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। পরে শিক্ষা প্রতিষ্ঠানটির ১০ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক প্রফুল্ল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিবরাম আদর্শ সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ হায়দার হিল্লোল। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মু. সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষিকা শেফালি আক্তার, পরিচালক কৌশিক দাসসহ অন্যান্য সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকবৃন্দ।
এসময় বিদ্যালয়টির উত্তরোত্তর সাফল্য কামনা করে সকলেই।
Discussion about this post