কারকনিউজ ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের সঙ্গে ধাক্কায় ছানোয়ার হোসেন সোহাগ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার ৫ জানুয়ারি সকাল ৯ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার পাকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ছানোয়ার হোসেন সোহাগ জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার জানোকিপুর গ্রামের শহিদুর হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানার এসআই বিল্লাল হোসেন জানান, সোহাগ ঢাকা বিমানবন্দর থেকে মোটরসাইকেল চালিয়ে সকালে নিজ বাড়িতে ফিরছিলেন। পাকুটিয়া বাসস্ট্যান্ডে একটি ট্রাককে ওভারটেক কালে অপর একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনায় পড়েন। এতে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে সোহাগের মাথার সামনে অংশ থেতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া শেষে বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তার করা হবে বলে জানান তিনি।
Discussion about this post