কারকনিউজ ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে কোহীনুর মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৮ মার্চ) বিকেলে উপজেলার ধলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ধলাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোমিন হায়দার চৌধুরী সাদির ছোট ভাই সামি চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল একই এলাকার কোহীনুর মিয়ার। এরই জেরে বিকেল সাড়ে ৪টার দিকে সামি চৌধুরীর সঙ্গে কোহীনুর মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সামি ক্ষিপ্ত হয়ে কোহীনুরকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন কোহীনুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্দার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Discussion about this post