কারকনিউজ ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
৩০ ডিসেম্বর শুক্রবার বিকালে উপজেলার মাকড়াই ও কুশারিয়া আশ্রায়ন কেন্দ্রের বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেণ উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত আশ্রায়ন প্রকল্পের ৪১৬টি পরিবারের বাসিন্দাদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে কম্বলগুলো বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে একটি করে কম্বল প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা পরিসংখান অফিসার মনিরুজ্জামান খান প্রমূখ।
Discussion about this post