গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে ৫৮টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে গোপালপুর সূতি বিএম উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভার আযোজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার আসফিয়া সিরাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজলা আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোমেন, উপজেলা শিক্ষা অফিসার শফিজুর রহমান, থানার ওসি মোশারফ হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে ৫৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৮টি ল্যাপটপ বিতরণ করেন অতিথিবৃন্দ।
স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। এতে করে শিক্ষার মান আরো প্রসার হবে। প্রতিটি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।
Discussion about this post