গোপালপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুরে ঝিনাই নদীর উপর নির্মিত সেতুর মাঝখানে একাংশ ভেঙে পড়ে গেছে। এতে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বনমালী- জামতৈল সড়কের।
বুধবার (৫ জুন) বেলা সাড়ে ৩ টার দিকে গোপালপুর উপজেলার বনমালী এলাকায় ঝিনাই নদীর উপর সেতুটি ভেঙে পড়ে।
এদিকে সেতুটি ভেঙে যাওয়ার পর স্থানীয় নদীতে জমে থাকা পানার উপর দিয়ে ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে নদী পারাপার হচ্ছে।
জানা গেছে, উপজেলার নগদা শিমলার বনমালী এলাকায় ঝিনাই নদীর উপর ১৯৯৬ সালে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ্য ৪০ মিটার এবং ৫ ফুট প্রস্থ। নদীতে পানি বৃদ্ধির কারণে পানাগুলো একত্রিত হয়ে সেতুর পিলারে জমাট বাঁধে। সেতুর পিলারের নিচে মাটি না থাকায় তীব্র নদীতে স্রোত ও পানার চাপে সেতুর মাঝ খানের প্রায় ২০ মিটার অংশ ভেঙে নদীতে পড়ে যায়। বাকি অংশটুকুও ঝুঁকিতে রয়েছে। স্থানীয়রা পড়েছে ভোগান্তিতে।
নগদাশিমলা ইউনিয়ন পরিষদের সদস্য আয়নাল হক বলেন, নদীতে পানির আসার আগেই সেতুটির নিচে জমে থাকা পানা পরিস্কার করা হয়। এভাবেই বিগত পাঁচ বছর ধরে করেছি। কিন্তু হঠাৎ করে আজকে সেতুর মাঝখানে কিছু অংশ ভেঙে পড়েছে নদীতে। এতে করে আশেপাশে প্রায় ১০ গ্রামের মানুষের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
তিনি আরো বলেন, সেতু ভেঙে যাওয়ার পর লোকজন নদীতে জমে থাকা পানার উপর দিয়ে হেঁটে নদী পার হচ্ছে। মানুষ আতংক নিয়ে চলাফেরা করছে।
গোপালপুর উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফাত্তাউর রহমান বলেন, সেতুটি দীর্ঘ ২৯ বছরের পুরাতন ছিল। সেতুর প্রস্থ ছিল ৫ফুট। স্থানীয়দের যাতায়াতের স্বার্থে ঝিনাই নদীর উপর সেতুটি নির্মাণ করা হয়েছিল। পুরাতন সেতু হওয়ায় সেটি সংস্কারের উপযোগী ছিল না। সেখানে নতুন করে সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠাবো হবে।
টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, এখনো এই ধরনের কোন খবর পায়নি, তবে যদি এই ধরনের কোন ঘটনা থাকে তাহলে জরুরি ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discussion about this post