গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যাওয়া ২৫জন শিক্ষককে গণ বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা বেলুয়া ক্লাস্টারের উদ্যোগে ভোলার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা: মফিজুর রহমান। বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সহকারি শিক্ষা অফিসার হুমায়ুন কবীর, পরিচালক ইউ আর সি সেলিম হোসেন, শিক্ষক সমিতির নেতা সাইদুর রহমান, আতিকুর রশীদ হীরা, আব্দুল করিম এবং বিদায়ী শিক্ষক মীর খাদেমুল ইসলাম, নুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও আবুবকর সিদ্দিক প্রমুখ।
Discussion about this post