আন্তর্জাতিক ডেস্ক : দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের দপ্তর এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো জানানো হয় নি।
তবে জাপানের কোস্টগার্ড জানিয়েছে, উত্তর কোরিয়া যা ছুঁড়েছে তা ক্ষেপণাস্ত্র বলেই ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছর ১১ বারেরও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত মাসে দেশটি সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
Discussion about this post