কারকনিউজ ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৪ মার্চ শনিবার রাতে ঢাকায় একটি হাসপালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম ইকবাল সিদ্দিকী সদালাপী হাস্যোজ্জ্বল এবং ঐতিহ্যবাহী সিদ্দিকী পরিবারের কালিহাতীর ছাতিহাটী গ্রামের কৃতি সন্তান। তিনি গাজীপুরে বসবাস করতেন এবং সেখানে তিনি শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রেখেছেন।
কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মরহুম ইকবাল সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও তার রুহের মাগফেরাতসহ শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
Discussion about this post