কারকনিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে গাছের গুড়ি ভর্তি একটি ট্রাক উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন।
টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা নামকস্থানে বিকাল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় শনাক্ত হয়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এএসআই ইফতেখারুল মোকাম্মেল বলেন, কাঠভর্তি মিনি ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। পথে মহাসড়কের সল্লায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি ট্রাকের চালক বা হেলপার হবেন। লাশটি উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। আর ট্রাকটি থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
Discussion about this post