কারকনিউজ ডেস্ক: পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৯ জন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায়।
তিনি জানান, সোমবার রাত পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে তৃতীয় দিনে মতো উদ্ধার অভিযান শুরু হয়। এখনও ১৯ জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের তিনটি ডুবুরি দল কাজ করছে।
উল্লেখ্য, রোববার (২৫ সেপ্টেম্বর) শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে শতাধিক মানুষ শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকায় করে বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। ঘাট থেকে নৌকাটি কিছু দূর যাওয়ার পর দুলতে শুরু করে। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়।
Discussion about this post