আন্তর্জাতিক ডেস্ক : চীনের উইঘুর মুসলিমদের ‘অবাধে আটক, নির্যাতন ও হয়রানি’ করা হচ্ছে দাবি করে এর মোকাবিলায় একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।
বিলটিতে চীনের কিছু সরকারি কর্মকর্তার ওপর এবং স্বায়ত্তশাসিত অঞ্চল শিনজিয়াংয়ের কমিউনিস্ট পার্টির সম্পাদক চেন কুয়াংগোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে।
বিলটি এখন আইনে পরিণত হওয়ার জন্য মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন প্রয়োজন।
এ ঘটনায় চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে একে ‘স্থূল হস্তক্ষেপ’ বলে অভিহিত করেছে।
মঙ্গলবার রাতে ‘উইঘুর হিউম্যান রাইটস পলিসি অ্যাক্ট ২০১৯’ বিলটির পক্ষে ৪০৭ ভোট ও বিপক্ষে মাত্র একটি ভোট পড়ে। কেনটাকির রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসি বিলটির বিপক্ষে ভোট দেন। এর আগে তিনি হংকং বিলের বিরুদ্ধেও ভোট দিয়েছিলেন।
এই বিলটি এমন সময় পাশ হলো যখন মাত্র কয়েকদিন আগে হংকংয়ের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে কংগ্রেসে পাস হওয়া একটি বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই বিলেরও তীব্র নিন্দা জানিয়েছিল চীন।
বিবিসির সাংবাদিক জানিয়েছেন, নতুন বিলটি আইনে পরিণত হলে এটি হবে উইঘুর ও সংখ্যালঘু মুসলিমদের গণআটকের বিরুদ্ধে চীনের ওপর আন্তর্জাতিক চাপপ্রয়োগের সবচেয়ে উল্লেখযোগ্য প্রচেষ্টা।
বিলটিতে অভিযোগ করা হয়েছে,উইঘুরদের বাকস্বাধীনতা, ধর্মীয়, চলাফেরা ও ন্যায়বিচারসহ নাগরিক ও রাজনৈতিক অধিকার অস্বীকার করে চীন ধারাবাহিকভাবে বৈষম্যমূলক আচরণ করছে।
Discussion about this post