বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, পাকিস্তানের লেজুর ভিত্তি করতো, পাকিস্তানের উৎশিষ্ট খেত, এদেশ থেকে সম্পদ পাচারে সহযোগিতা করতো, ওই রাজাকার-আলবদর ও আল শামস তারা এখনো সক্রিয়। কিছুদিন আগে নির্বাচন হয়েছে। সেই নির্বাচন মানে না। তারা আজকেও বলে সরকারের পদত্যাগ করতে হবে। দেশে তারা আন্দোলন করবে।
তিনি আরো বলেন, একটি নির্বাচিত সরকার। দেশে শান্তি রয়েছে, রাজনৈতিক স্থীতিশীলতা রয়েছে তা আমরা নষ্ট করতে চাই না। মে দিবসে শ্রমিক-কৃষক ঐক্যবদ্ধ হয়ে শপথ নেই- যে কোন স্বাধীনতা বিরোধী শক্তি, ওই বিএনপি-জামায়াতের আন্দোলনকে আমরা রুখে দাড়াবো।
আজ বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল- ৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, টাঙ্গাইল-৭ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়,ছোট মনির এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুন প্রমুখ।
শ্রমিক সমাবেশে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ ও জেলা-উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপর দিকে দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগে বিভক্তির জেরে এই পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। উভয়পক্ষ টাঙ্গাইল পৌর শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু জেলা প্রশাসন উভয়পক্ষকে পৌর উদ্যানে সমাবেশ করার জন্য অনুমতি দেননি।
আজ বেলা ১১ টার পর থেকে আওয়ামী লীগের দুই গ্রুপ ‘পৃথক দুটি ব্যানারে’ মে দিবস পালন করছে । এক পক্ষে রয়েছে বিগত জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ‘নৌকা’ প্রতীকের সমর্থকরা জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে। অপরদিকে রয়েছে ‘ঈগল’ প্রতীকের সমর্থকরা টাঙ্গাইল পৌর শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে শ্রমিক সমাবেশের ডাক দিয়েছে।
টাঙ্গাইল পৌর শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে শ্রমিক সমাবেশে বক্তব্যদেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য এড.জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের,সহ সভাপতি ছানোয়ার হোসেন এমপি,সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল,উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী প্রমূখ।
Discussion about this post